গতকাল কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টসে জিতে রোহিত শর্মা বাংলাদেশ কে ব্যাটিং করতে পাঠায় ।ভারতীয় পেসার আকাশদ্বীপ ৩৪ রানে দুই উইকেট নেন ।তৃতীয় উইকেট টি নেন অশ্বিন ।খেলা পরিত্যক্ত হওয়ার আগে অব্দি বাংলাদেশ ৩ উইকেটে ১০৭ রান করে ৩৫ ওভারে ।অশ্বিন কুম্বলে কে টপকে ভারতের সর্বাধিক উইকেটের মালিক হন ৪২০।তার সামনে শুধু রয়েছে শ্রীলঙ্কার মুরলীধরণ ৬১২ টি উইকেট ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...