খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বাংলাদেশের ব্যাটসম্যান মাহমাদুল্লাহ রিয়াধ গোলাপি বলে প্র্যাক্টিস করার সময় স্থানীয় ২১ বছর বয়েসী স্পিনার প্রলয়ের বলে একবার বোল্ড ও একবার এলবিডাবলু হন । গোলাপি বলে এই প্রথম বল করলেন প্রলয় । খুশি হয়ে মাহমাদুল্লাহ তাকে একটি গোলাপি বলে উপহার ।বাংলাদেশের টি ২০ অধিনায়ক মাহমাদুল্লাহ বরাননগরের পেসার আফতাবের ইনসুয়িং বুঝতে না পেরে ক্লিন বোল্ড হন ,খুশি হয়ে তিনি তাকে একটি গ্লোভস উপহার দেন ।