গতকাল পুনের মাঠে বাংলাদেশ প্রথমে ব্যাট করে কোরে ২৫৬ রান ৮ উইকেটের বিনিময়ে । ভারতের হয়ে
বোলার রা চাপে ফেলে দেন বাংলাদেশ কে ।বিরাট কোহলি ১০৩ করে নট আউট থাকে এবং জবাবে ভারত ২৬১ রান করে ৩ উইকেটের বিনিময়ে ,বিরাট ম্যান অফ দি ম্যাচ হন ।বিরাটের এই মুহূর্তে এক দিনের ম্যাচে সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ৪৮ যা শচীনের থেকে এক কম ।ভারতের বোলিং য়ে জাদেজা ,বুমরাহ এবং শিরাজ ২ টি করে উইকেট নেন । প্রথম ভারতীয় হিসাবে তিন নম্বরে বিশ্বকাপে ১০০০ রান করলেন তিনি ।