বার্মিংহাম টেস্টে খেলতে পারে ভারতের হয়ে বাড়তি স্পিনার

বার্মিংহামের শুক্নো আবহাওয়া তে ভারতীয় টেস্ট দলের অতিরিক্ত স্পিনার খেলানো হতে পারে । গতকাল এজবাস্টনে পুরোদমে প্র্যাকটিস করেছেন জাসপ্রিত বুমরাহ ।চাইনাম্যান স্পিনার কুলদ্বীপ ও যথেষ্ট দক্ষতার সাথে অনেক সময় ধরে নেট প্রাকটিস করেছে ।জানা যাচ্ছে বার্মিংহ্যামের শুক্নো আবহাওয়া তে কুলদ্বীপ এবং জাদেজা দুইজন কেই খেলানো হতে পারে ।