রবিবার সৌদি আরবের জেড্ডা তে গতকাল সুপার কাপে ৫-২ গোলে রিয়্যাল মাদ্রিদ কে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা । খেলার শুরু থেকেই ইয়ামাল ও লেওনডেস্কিরা আক্রমণের ঝড় তোলে এবং ১০ মিনিটের মাথায় গোল করেন রিয়ালের হয়ে এম্ব্যাপে ।১৭ মিনিটের মাথায় য়ামাল ১-১ করেন এবং ৩৪ মিনিটের মাথায় ২-১ করে লিওনডেস্কই স্বয়ং,৩৬ মিনিটে মাথায় পেনাল্টি থেকে আবার গোল করেন লেওঅন ডেস্কি । ৩৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন লেণ্ডকী স্বয়ং ,প্রথম অর্ধের এক্সট্রা টাইমে দুটি গোল হয় ,প্রথমটি করে রাফিনহা ও দ্বিতীয় টি করেন য়ামাল স্বয়ং । দ্বিতীয় অর্ধে ৫-১ রুডিগার ,এর পরে আরেকটি গোল পরিশোধ করেন রিয়্যাল ব্যবধান কমান রোড্রিগো ।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...