বার পূজো হল ময়দানের বড় ক্লাবে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  প্রথা  মেনেই  পুরোহিত  ডেকে  ময়দানের  দুই  বড়  ক্লাবে   ইস্টবেঙ্গল  ও  মোহন  বাগানে  গতকাল  বার  পূজো   অনুষ্ঠিত  হল।  উপস্থিত  ছিল  ইস্টবেঙ্গল  এর  কোচ  সহ  প্রায়  পুরো  ফুটবল  দল।অপর  দিকে  মোহন  বাগানে  সব  কর্মকর্তারা  ছিলেন  আর  ফুটবলার দের   মধ্যে ছিলেন কিংসলে ডিকা ও  শিলটন   পাল   উপস্থিত  ছিলেন।  আগে  প্রথা  মেনে  বার পূজোর   সময়  ক্লাবের  অধিনায়ক  এর  নাম  ঘোষণা  করা  হত   এবং  তিনিই  বার  পূজো   করতেন।  এবার  সে  সব  ব্যাপার  ছিল  না ।