মহারাষ্ট্র লোকসভা তে বড় সর ধাক্কা খাওয়ার পরে গতকাল বিধান পরিষদে,১১ টি আসনে নির্বাচনে ছয়টি জিতেছে বিজেপি জোট । ১১ টির মধ্যে ৫ টি জিতেছে একনাথ শিন্ডের দল ,শিবসেনা দল পেয়েছে ২ টি আসন এবং অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে ২টি আসন,কংগ্রেস পেয়েছে ১টি আসন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...