বিদেশের মাঠিতে ৩৩৬ রানের ব্যবধানে ইতিহাস গড়ে টেস্ট জিতলো ভারত

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬৮.১ ওভার বল করে ভারত ২৭১ রানে ইংল্যান্ডের সকল কে আউট করে দেয় ।আকাশদ্বীপ ৯৯ রানে ছয়টি উইকেট নেন । সিরাজ ,কৃষ ,জাদেজা ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন ।প্রথম ইনিংস য়ে ডাবল সেঞ্চুরি ও পরের ইনিংস য়ে সেঞ্চুরি করে ম্যান অফ দি ম্যাচ হন ,এবং বিদেশের মাঠে ইটা রানের দিক দিয়ে সব থেকে বড় জয় । এজবাস্টনেও প্রথম বার ভারত জিতলো ।