সম্প্রতি কেরালার ওয়েনারে ভয়ঙ্কর ভূমিধসে প্রচুর মানুষের প্রাণ যায় এবং ক্ষতিগ্রস্থ হয় বাড়ি ঘর ও প্রচুর এলাকা । পাশাপাশি হিমাচলেও একই অবস্থার সৃষ্টি হয়েছিল । এই দুই রাজ্যের দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে এলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । তাদের বোর্ড মিটিংয়ে ঠিক হয় , এই ম্যাচ গুলির থেকে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে এই দুই রাজ্যের ক্ষতিগ্রস্থ দের হাতে ।প্রথম ম্যাচ টি হবে ৩০ সে অগাস্ট কেরালার মঞ্জরী তে ,খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কেরালা একাদশ ।দ্বিতীয় ম্যাচ টি হবে ২ রাঃ সেপ্টেম্বর লখনৌ তে সেই খানেও এই দল খেলবে ।প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেন “মহামেডান আমাদের প্রস্তাবে রাজি হওয়াতে আমরা খুব খুশি ,তিনি বলেন একমাত্র খেলাধুলাই পারে বিপর্যয়ের পরে মানুষের উপর আস্থা এবং নির্ভরতা যোগাতে “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...