খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিরাট কোহলি মুম্বাইর বিরুদ্ধে ব্যর্থ হলেন। তিনি মাত্র ৩ রান করেন। তবে অন্য ব্যাটসম্যানরা ভালো খেলে আর সি বি কে পৌঁছে দেন ২০১/৩ , ২০ ওভারে। মুম্বাই ২০ ওভারে করে ২০১/৫। শেষ ৪ ওভারে মুম্বাই করে ৮৯ রান। ঈশান ৫৮ বলে ৯৯ রান করে আউট হন। রান সমান হওয়ায় ম্যাচ যায় সুপার ওভারে। সুপার ওভারে মুম্বাই ১উইকেটে ৭ রান করার পর বেঙ্গালুরু সে রান টপকে যায়। ম্যাচের সেরা ডিভিলিয়ার্স।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...