বিরাটের সাফল্য ভারত কে জয়ী করলো প্রথম ওয়ান ডে তে শ্রীলঙ্কার বিরুদ্ধে

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত গুয়াহাটি স্টেডিয়ামে ৭ উইকেট হারিয়ে তোলেন ৩৭৩ রান ।কোহলি ১১৩ রান ,গিল ৭০ এবং রোহিত ৮৩ রান করেন ।জবাবে শ্রীলঙ্কা ৩০৬ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে ।তাদের হয়ে সানাকা ৮৮ বলেকরেন ১০৮ রান ।ম্যাচের সেরা হন বিরাট কোহলি ।