বিরাট ও অক্ষরের যৌথ উদ্যোগে ভারত তুললো ৫৭১

গতকাল আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে কোহলির সংযমী ১৮৬ ও অক্ষরের ঝেড়ো ৭৯ রানের সুবাদে ভারত তোলে ৫৭১ রান । ৯১ রান পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া দিনের শেষ ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ৩ রান। টেস্টের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু না ঘটলে ম্যাচ টি ড্র হবে ।