গতকাল আইসিসির ওয়ান ডে রাঙ্কিং তালিকা প্রকাশ পায় , ভারত অধিনায়ক বিরাট কোহলি কে সরিয়ে ১নম্বরে উঠে আসেন পাক খেলোয়াড় বাবর আজম ,বুধবার যে রাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আইসিসি তাতে ৮৬৫ পয়েন্ট নিয়ে প্রথম বাবর ,৮৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিরাট আর ৮২৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে রোহিত শর্মা ।














































