বিলার্দো জানেন না মারাদোনা নেই

মারাদোনা  চলে গেছেন এই পৃথিবী ছেড়ে  আজ  ৯ দিন হল।কিন্তু কার্লোস  বিলার্দো তাঁর প্রিয় ছাত্রের মৃত্যুর  খবর জানেন না। ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ ছিলেন বিলার্দো। বিগত কয়েক বছর ধরে তিনি জটিল স্নায়ু রোগে ভুগছেন। কয়েকমাস আগে তাঁর করোনা ধরা পরে। এখন বাড়িতে এলেও ডাক্তাররা বলেছেন তাঁর  স্নায়ুর ওপর যেন চাপ না পড়ে। তাই তাঁকে এই খবর দেওয়া  যায় নি।