বিশ্বকাপে গিল কে ছাড়াই ভারত লড়বে আফগানিস্তানের বিরুদ্ধে

গিলের অসুস্থতা তেও ভারত তার প্রথম একাদশ সাজাতে কোনো দ্বিধা করছেন না ।গতকাল মহড়ার ফাঁকে দেখা যায় কোচ রাহুল দ্রাবিড়ের সাথে রোহিত কে পরামর্শ করতে । তবে কালকে সূর্যকুমার যাদব কে দীর্ঘ নেট প্র্যাক্টিস করতে দেখা যায় । ভারতের মাথা ব্যাথা আফগানিস্তানের বোলার নবীন উল হক ,তাকে সামলানোর ব্যবস্থা করছেন কোচ দ্রাবিড় । গিলের জায়গায় ঈশান ওপেন করবে ।