খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চিনে চলতি আইএসএস এফ বিশ্বকাপ শুটিংয়ে ভারতের হয়ে দ্বিতীয় সোনা জিতলো মানু ভাকে এবং দিবাংশু সিংহ পানোয়ার । মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে সোনা যেতে মনু এবং দিবাংশু জুটি । ওই একই ইভেন্টে রুপো জিতেছেন ভারতের অপূর্ব চান্দেলা ।১০ মিটার এয়ার পিস্তলের একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের শাহজা রিজভী ।