গতকাল ওয়াঙখেড়ের মাঠে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৯৭ রান তোলে , ৫০ তম সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন বিরাট (১১৭) রান ।শ্রেয়াস আইয়্যার ও সেঞ্চুরি করেন ১০৫ রান ।শুভমান গিল নট আউট থাকেন ৮০ রান করে । জবাবে নিউজিল্যান্ড ৪৮.৫ ওভারে ৩২৭ রান করে সকলে আউট হয়ে যান ।মিচেল করেন ১৩৪ রান।শামি ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ভারত ৭০ রানে জয়ী হয়`।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...