গতকাল ইডেন গার্ডেন্স য়ের মাঠে বাংলাদেশ ব্যাট করে করেন ৪৫.১ ওভারে ২০৪ রান । তাদের হয়ে সর্বাধিক রান তোলেন মাহমাদুল্লাহ ৫৬(৭০) বলে ।পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন আফ্রিদি ও ওয়াসিম এবং রাউফ দুটি ।পরে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩২.৩ ওভারে তিন উইকেটে ২০৫ রান তোলেন ।তাদের হয়ে ফকার জামান ৭৪ বলে ৮১ রান করে ম্যান অফ দি ম্যাচ হন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...