বিশ্বকাপ থেকে বাইরে চলে গেলো বাংলাদেশ

গতকাল ইডেন গার্ডেন্স য়ের মাঠে বাংলাদেশ ব্যাট করে করেন ৪৫.১ ওভারে ২০৪ রান । তাদের হয়ে সর্বাধিক রান তোলেন মাহমাদুল্লাহ ৫৬(৭০) বলে ।পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন আফ্রিদি ও ওয়াসিম এবং রাউফ দুটি ।পরে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩২.৩ ওভারে তিন উইকেটে ২০৫ রান তোলেন ।তাদের হয়ে ফকার জামান ৭৪ বলে ৮১ রান করে ম্যান অফ দি ম্যাচ হন ।