বিশ্বকাপ হকি অভিযানে ভারত হারালো ওয়ালেস কে তার ফলে গ্রুপ ডি থেকে দ্বিতীয় হয়ে পরবর্তী রাউন্ডেউঠলো ।পরবর্তী নকআউট ম্যাচ তাদের খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ।ভারতের হয়ে প্রথমে ২২ মিনিটে গোল করেন শামসের সিংহ তার পর আকাশদ্বীপ ,৪৩ ও ৪৬ মিনিটে গোল শোধ করেন ওয়েলস ।ভারতের হয়ে পরবর্তী দুটি গোল করেন হারমোনপ্রতি ও আকাশদ্বীপ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...