বিশ্বকাপ হকি তে ভারত ওয়লেস কে হারিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি

বিশ্বকাপ হকি অভিযানে ভারত হারালো ওয়ালেস কে তার ফলে গ্রুপ ডি থেকে দ্বিতীয় হয়ে পরবর্তী রাউন্ডেউঠলো ।পরবর্তী নকআউট ম্যাচ তাদের খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ।ভারতের হয়ে প্রথমে ২২ মিনিটে গোল করেন শামসের সিংহ তার পর আকাশদ্বীপ ,৪৩ ও ৪৬ মিনিটে গোল শোধ করেন ওয়েলস ।ভারতের হয়ে পরবর্তী দুটি গোল করেন হারমোনপ্রতি ও আকাশদ্বীপ ।