বিশ্বজয়ী বক্সার মেরিকম প্রস্তুতি চালাচ্ছেন টোকিও অলিম্পিক্স কে পাখির চোখ করে

টোকিও অলিম্পিক্সের জন্য চূড়ান্ত মহড়ায় নেমে পড়লেন ছয় বারের বক্সিং চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা বক্সার
মেরি কম ।আগামী মাসে ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে এশীয় বক্সিং প্রতিযোগিতাতে ভারত কে নেতৃত্ব দেবেন তিনি ।তিনি ছাড়াও এই ট্রায়ালে রয়েছেন সিমরঞ্জিত কাউর (৬০ কেজি ),লবলিনা (৬৯ কেজি ) পূজা (৭৫ কেজি ) মনিকা (৪৮ কেজি ) সাক্ষী (৫৪ কেজি ) জাসমিন (৫৭ কেজি) সুইটি (৬৪কেজি) এবং অনুপমা (৮১ কেজি )।