বিশ্বের ১ নম্বর হারলেন মন্টিকার্লো মাস্টার্স য়ে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : বিশ্বের ১ নম্বর খেলোয়াড় নোভাক  জোকোভিচ  গতকাল  মন্টি  কার্লো  মাস্টার্স য়ের  সেমিফাইনালে  হেরে গেলেন  রাশিয়ার  দানিল  মেদভেদের  বিরুদ্ধে  ৩-৬,৬-৪,২-৬ ফলাফলে ।দশম  বাছাই দানিলের এই প্রথম মাস্টার্সয়ের  প্রথম সেমিফাইনালে  ওঠা । ম্যাচে  প্রচুর  ভুল  করেছে  জোকোভিচ  মোট  ৪৭ টি এনফোর্সড  এরর  করেছেন সার্বিয়ার  এই তারকা ।