বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় মেয়েরা সাফল্য দেখালো স্বর্ণ পদক পেতে

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে চারটি সোনা আনলো ভারতীয় মহিলা বক্সারেরা ।শনিবার ভারত কে
সোনা এনে দেন নিতু ভাঙাস ও সুইটি বোহরা আর রবিবার ভারতের হয়ে সোনা তোলেন লাভ্লিনা বৰগোহাইন এবং নিখাত জারিন । কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে ৫০ কেজি বিভাগের ফাইনালে ভিয়েতনামের নাগুইয়েন কে ৫-০ ফলাফলে হারান । অপরদিকে লভিলনা ৫-০ জেতেন ।