বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে আবারো সোনা

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  শনিবার  কোরিয়ার  চাংওয়ানে   শুটিংয়ের  বিশ্বচ্যাম্পিয়নশিপে  পুরুষদের  ডাবল  ট্রাপে  সোনা  জিতলেন ভারতীয়  শুটার অঙ্কুর  মিত্তল ,শুট  অফে তার  সঙ্গে সোনার লড়াই হয় চীনা  শুটারের  ৪-৩ ফলাফলে  সোনা  যেতেন তিনি ,চীন পায়  রুপা  এবং ওই ইভেন্টে  ব্রোঞ্জ  যেতেন স্লোভাকিয়ার  হাভার্ড  আন্দ্রে জেজ ,দলগত বিভাগেও  ব্রোঞ্জ   যেতে  ভারত অংকুরের সাথেও  ছিলেন  দুই শুটার মোহাম্মদ  আসাফ এবং শার্দুল  ভিয়ান ।