বুমরার অৰ্ধশত রান

সিডনিতে অস্ট্রেলিয়া এ দলের  প্রস্তুতি ম্যাচে ভারতের বুমরা ৫৫ রান করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে  এটা  তার প্রথম অর্ধশত রান। তবে তার মারা বলে মাথায় আঘাত পেয়েছেন বোলার  ক্যামেরন গ্রীন। তাঁর জায়গায়  কংকাশন  সাব নামাতে হয়। ভারতের প্রথম ইনিংসে ৯৪ রানের জবাবে অস্ট্রেলিয়া এ দল  করে ১০৮ রান। শামি  ও সাইনি ৩ টি করে উইকেট  নেন।