বুমরা কি মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন হতে পারে

রোহিত শর্মার পরে মুম্বাই ইন্ডিয়ান্স য়ের ক্যাপ্টেন কে হবে তা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখনিই ভেসে উঠেছে জাসপ্রিত বুমরার নাম ।উল্লেখ্য গত ইংল্যান্ড সফরের টেস্টে য়ে ভারত কে নেতৃত্বে দিয়েছিলো বুমরাহ ।আয়ারল্যান্ডে টি ২০ ম্যাচে তিনি ভারত কে নেতৃত্ব দিয়েছিলেন ।টেস্ট ম্যাচ টি ড্র হলেও টি ২০ ম্যাচ দুটি জিতেছিলেন ক্যাপ্টেন বুমরাহ ।এক সাংবাদিক কে সাখ্যাতকার দিতে গিয়ে বলেন আমি মনে করি বোলার রা বেশি স্মার্ট হয়,কারণ ব্যাটার দের তো আউট করতে হয় ,বোলার দের কাজ তা কহিব কঠিন ।সাম্প্রতিক প্যাট কামিংস ,ইমরান খান ,ওয়াসিম আক্রাম ,ওয়াকার ইউনিস এরা সবাই পেসার ক্যাপটেন ছিল এবং ট্রফি জিতেয়েছিলো ।