বেকেনবাওয়ার চলে গেলেন

জার্মানির বিশ্বকাপ জয়ী দলে অধিনায়ক ও কোচ হিসাবে পরিচিত ফ্রান্জ বেকেনবাওয়ার বিশ্ব ফুটবলে -কাইজার (সম্রাট ) নামেই অবিহিত ছিলেন ।গতকাল ঘুমের মধ্যেই তিনি প্রাণ ত্যাগ করেন ।ক্যাপ্টেন হিসাবে ১৯৭৪ সালে বিশ্বকাপ জিতেছিলেন,জার্মানির হয়ে এবং কোচ হিসাবে ১৯৯০ সালে । ফিফা বিশ্বকাপ অল ষ্টার টিমের সদস্য ছিলেন ১৯৬৬ ,১৯৭০ এবং ১৯৭৪।