বেঙ্গালুরু এফসি আরও এক বছরের জন্য ধরে রাখলেন সুনীল ছেত্রী কে

গতকাল বেঙ্গালুরু এফসি ক্লাবের থেকে জানানো হয় যে তারা আরও ১ বছরের জন্য সুনীল ছেত্রীর সঙ্গে চুক্তিবাড়ালেন ।উল্লেখ্য ২০১৩ সালে সুনীল যোগ দিয়েছিলেন বেঙ্গালুরু এফসি দলে ।টানা ১০ মরশুম তিনি ক্লাব কে উপহার দিয়েছেন আই লীগ ,ফেডারেশন কাপ ,সুপার কাপ ,আই এস এল এবং ডুরান্ড কাপ ।