আই এস এলে এই বছরে এখনো জিততে পারেনি বেঙ্গালুরু।প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থেকেও ড্র করেছে। পরের ম্যাচে হায়দ্রাবাদের সঙ্গে ০-০ ড্র। ফলে তাদের ২ ম্যাচে ২ পয়েন্ট। অপরদিকে চেন্নাই কিছুটা টেবিলের ওপরে আছে। তাদের ২ ম্যাচে ৪ পয়েন্ট। আজ শুক্রবার দক্ষিণের দুই দলের লড়াই। দেখা যাক ফল কি হয়।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...