বেঙ্গালুরু শেষ লড়াইয়ে অনেকটা এগিয়ে গেলো

গতকাল কান্তিরাভা স্টেডিয়ামে আইএস এলের প্লে অফ ম্যাচে মুম্বাই সিটি এফসি কে ৫-০ গোলে হারালো
বেঙ্গালুরু এফসি । এইবারে তারা শেষ ছারে উঠলো । পরের ম্যাচ গোয়ার সাথে ,প্রথম গোল করেন তারা ৯ মিনিটের মাথায় সুরেশ সিংহ গোল টি করেন ।৪০ মিনিটে রায়ান দ্বিতীয় গোল টি ক এবং ৬৩ মিনিটে তৃতীয় গোল করেন । চতুর্থ গোল টি করেন পেরেরা ৭৬ মিনিটে এবং ৮৩ মিনিটের মাথা তে নোগুয়েরার ডিফেন্স চেরা থ্রু থেকে গোল করেন বেঙ্গালুরু ।