বেন স্টোকস য়ের খেলা নিয়ে সংশয়

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   আগামী  বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট । ইংল্যান্ডের  অলরাউন্ডার  বেন স্টোকস য়ের  পিতা  গুরুতর অসুস্থ্য  হয়ে জোহেন্সবার্গের  হাসপাতালে  ভর্তি আছেন । তার  দেখভালের জন্য স্টোকস  রয়েছেন তার  পিতার সাথে । এই অবস্থা  তে আদো  তিনি প্রথম টেস্ট  খেলতে পারবেন কিনা এই নিয়ে সংশয় তৈরী  হবে ,তিনি একান্ত  খেলতে না পারলে  সমস্যায় পড়বে  ইসিবি ।