বেলজিয়াম জিতল

বেলজিয়াম শনিবার ইউরো কাপে রাশিয়াকে হারাল পরিস্কার তিন গোলে। লুকাকু ও মুনিয়ের  যোগাযোগে সহজে জয় পেল  তারা। ১০ মিনিটেই প্রথম গেল করেন লুকাকু। কিন্তু ১৮ মিনিটে তিনি একটি সুযোগ নষ্ট করেন। ৩৪ মিনিটে দ্বিতীয় গোল করেন পরিবর্ত খেলোয়াড়  মুনিয়ে। দ্বিতীয়ার্ধে বেলজিয়াম আক্রমণে বেশি গেলেও একটার  বেশি গোল করতে পারেনি। ৮৮ মিনিটে আবার গোল করেন  লুকাকু।