খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা নাইট রাইডার্স য়ের ক্রিকেটার রিঙ্কু সিংহ কে তিন মাসের জন্য সাসপেন্ড করলো বিসিসিআই । আইপিলের পরে তিনি নাকি একটি টি ২০ লিগে অংশগ্রহণ করেছিল যার নাকি স্বীকৃতি নেই । বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে উত্তর প্রদেশের এই খেলোয়াড় আবু ধাবি তে একটি টুর্নামেন্ট খেলতে যান যার কোনো স্বীকৃতি নেই বিসিসিআইয়ের তরফে । ১ লা জুন থেকে তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে ।