বোল্টদের বিশ্রাম

নিউজিল্যান্ড  এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে।  কিন্তু এই সিরিজে খেলবেন না কেন উইলিয়ামসন  এবং ট্রেন্ট  বোল্ট। এ কথা জানিয়ে দিল নিউজিল্যান্ড  ক্রিকেট বোর্ড। আই পি এলে  টানা ম্যাচ খেলে তারা  ক্লান্ত।  তাই তাঁদের বিশ্রাম  দেওয়া  হচ্ছে। কোচ স্টেড  জানিয়েছেন টেস্ট সিরিজে ক্লান্তি কাটিয়ে তারা আবার  দলে  ফিরবেন।