ব্রাজিল জিতল

কোপায় খেলতে নেমে প্রথম ম্যাচে ব্রাজিল দুর্দান্ত খেলল এবং হারালো  ভেনেজুয়েলাকে। তারা জিতল পরিষ্কার তিন গোলে। শুরুতেই গোল নষ্ট করে ব্রাজিল। ২৩ মিনিটে  নেইমারের কর্নার থেকে গোল করেন মার্কুইনোস। এরপর একাধিক গোলের সুযোগ নষ্ট করে  ব্রাজিল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ২-০ করেন নেইমার। তৃতীয় গোল নেইমারের পাস  থেকে করেন গ্যাব্রিয়েল। সারা মাঠ  জুড়ে  ব্রাজিল দল ফুটবল খেলায় কোচ তিতে  খুব খুশি।