কোপায় ব্রাজিল পর পর দুটি খেলাতে জিতল। তারা এবারে পেরুকে উড়িয়ে দিয়ে ৪-০ গোলে জিতল। এই খেলার পর রিও স্টেডিয়ামে তারা টানা ৯ ম্যাচ জিতল ও ২৬ টি গোল ও করে ফেলল। এদিনে তাদের গোলদাতা সান্দ্রো ,নেইমার,রিবেইরো ও রিচারলিসন। আজকের গোলের পর নেইমার দেশের হয়ে ৬৮ টি গোল করে রোনালডোকে অতিক্রম করলেন। তার সামনে শুধু পেলে যার গোল সংখ্যা ৭৭।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...