অলিম্পিকের ফুটবলে ব্রাজিলের সোনা জয় অব্যাহত। শনিবার তারা ফাইনালে হারায় স্পেনকে ২-১ গোলে। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। প্রথম গোল করে ব্রাজিল এগিয়ে যায়। গোলদাতা মাথেউস কানহা। ৬১ মিনিটে স্পেন গোল শোধ করে দেয় মিকেল ওয়ারসবলের মাধ্যমে। খেলার শেষের দিকে স্পেনের দুটি শট পোস্টে লাগে। অতিরিক্ত সময়ে গোল করে ম্যালকম ব্রাজিলকে সোনা জিতিয়ে দেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...