ব্রেসওয়ালের দাপুটে ব্যাটিং জেতাতে পারলো না নিউজিল্যান্ড কে

গতকাল হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ওডিআই তে ১৪৯ বলে ২০৮ রান করে ভারত কে শুভমান গিল নিয়ে যান ৮ উইকেটে ৩৪৯ রানে ।জবাবে নিউজিল্যান্ড করেন ৪৯.২ ওভারে ৩৩৭ রান ।দুর্ধর্ষ ব্যাট করেন ব্রেসওয়েল করেন ৭৮ বলে ১৪০ রান ।ম্যান অফ দি ম্যাচ হন শুভমান গিল ।