ভাঙা পা নিয়েও পন্থের লড়াই স্মরণীয় হয়ে রইলো

ম্যানচেস্টার টেস্টে দ্বিতীয় দিনে ভারতের হয়ে লড়াই দিলো ভাঙা পা নিয়ে ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ তিনি ৭৫ বলে ৫৪ রান করেন । ভারত ৩৫৮ রানে সকলে আউট হয়ে যায় । ইংল্যান্ড দিনের শেষে ২ উইকেটে ২২৫ রান করে । ইংল্যান্ডের হয়ে ক্রলি ৮৪ এবং ডাকেট ৯৪ ,ক্রিজে ব্যাটিং করছেন পোপ ২০ এবং রুট ১১।