ভাঙা পা নিয়েও পন্থের লড়াই স্মরণীয় হয়ে রইলো

On: Friday, July 25, 2025 10:08 AM

ম্যানচেস্টার টেস্টে দ্বিতীয় দিনে ভারতের হয়ে লড়াই দিলো ভাঙা পা নিয়ে ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ তিনি ৭৫ বলে ৫৪ রান করেন । ভারত ৩৫৮ রানে সকলে আউট হয়ে যায় । ইংল্যান্ড দিনের শেষে ২ উইকেটে ২২৫ রান করে । ইংল্যান্ডের হয়ে ক্রলি ৮৪ এবং ডাকেট ৯৪ ,ক্রিজে ব্যাটিং করছেন পোপ ২০ এবং রুট ১১।