শনিবার পাঞ্জাব পুলিশ ভাতিন্ডা জেলা থেকে গ্রেপ্তার করেন ছাত্রশাল খুনের ঘটনা তে ফেরার সুশীল কুমার
ও তার এক সঙ্গীকে ।জানা যাচ্ছে ফেরার থাকার সময় সুশীল ও তার সহযোগী অজয় ঘুরিয়ে ফিরিয়ে থাকছিলেন তার শিষ্য ও অনুরাগীদের বাড়িতে ।উল্লেখ্য গত ৪ টা মে ছত্রশাল স্টেডিয়ামে দুই দল খুস্তিগীরের মধ্যে হাতাহাতিতে খুন হন কুস্তিগীর সাগর ।সিসিটিভি থেকে জানাযাচ্ছে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কুস্তিগীর সুশীল কুমার । তার জামিনের আবেদন বাতিল হওয়ার পরেই তিনি পলাতক ছিলেন ।