ভারতীয় ক্রিকেটে নির্বাচক মন্ডলীর বদল চান হরভজন সিংহ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি  বলের টেস্টে  অতিথি হয়ে এসেছিলেন প্রাক্তন  ভারতীয় বোলার  হরভজন সিংহ । সোমবার ভারতের এই অফস্পিনার টুইট করে বিসিসিআই  প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেন বর্তমান  ভারতের নির্বাচক মণ্ডলীতে বদল আনার জন্য । তিনি বলেন আশা  করবো দাদা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ।