গতকাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একদিন, টি ২০ এবং টেস্ট এই তিন ফরম্যাটেই দল ঘোষণা করলো ।একদিনের অধিনায়ক হয়েছেন কেএল রাহুল ,টি ২০ অধিনায়ক সূর্যকুমার যাদব এবং টেস্টের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা ।এক দিনের দলে সুযোগ পেয়েছেন রিংকু সিংহ ,সঞ্জু স্যামসাং এবং চাহাল ।টেস্ট দল থেকে ব্যাড পড়েছেন আজিঙ্ক্য রাহানে এবং পূজারা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...