বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ খেলতে যাওয়ার আগে কিছুটা শস্ত্যি পেলো ভারতীয় ফুটবল শিবির ।জানা যাচ্ছে দোহা তে পৌঁছে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবেনা সুনীল ছেত্রীদের ।গতকাল প্রীতম কোটালসহ ১৮ জন ফুটবল পৌঁছে গিয়েছে নয়াদিল্লীতে ,জানা যাচ্ছে দিল্লী থেকে ১৯ মে কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেবে ভারতীয় ফুটবল দল তাদেরআগামী খেলা ৩ জুন কাতার ,৭ জুন বাংলাদেশ , এবং ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...