ভারতীয় ফুটবলারদের নিবৃতবাসের কড়াকড়ি অনেকটাই কমলো

বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ খেলতে যাওয়ার আগে কিছুটা শস্ত্যি পেলো ভারতীয় ফুটবল শিবির ।জানা যাচ্ছে দোহা তে পৌঁছে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবেনা সুনীল ছেত্রীদের ।গতকাল প্রীতম কোটালসহ ১৮ জন ফুটবল পৌঁছে গিয়েছে নয়াদিল্লীতে ,জানা যাচ্ছে দিল্লী থেকে ১৯ মে কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেবে ভারতীয় ফুটবল দল তাদেরআগামী খেলা ৩ জুন কাতার ,৭ জুন বাংলাদেশ , এবং ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ।