ভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিকাল কমিটির চেয়ারম্যান করোনা তে আক্রান্ত

ভারতের কিংবদন্তি ফুটবলার শ্যাম থাপার করোনার রিপোর্ট পসিটিভ ধরা পরে এবং গত মঙ্গলবার তাকে
শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ।এই প্রবাদ প্রতিম ফুটবলার ১৯৭০ সালে দেশ কে এশিয়ান গেমস থেকে ব্রোঞ্জ এনেদিয়েছিলো ।বর্তমানে তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিকাল কমিটির চেয়ারম্যান ,সংবাদ সংস্থাকে বলেন বেশ কয়েকদিন যাবৎআমি খাবারের কোনো স্বাদ পাচ্ছিলাম না ,আমার রিপোর্ট পসিটিভ আসে ,বর্তমানে আমি স্থিতিশীল আছি ।