গতকাল বিশ্বকাপের লীগের খেলা তে টসে হেরে ভারত প্রথমে ব্যাট নেয় ,আসমান পিচে ভারত ৯ উইকেট
হারিয়ে তোলেন ২২৯ রান । ভারতের হয়ে সর্বাধিক রান করেন রোহিত ৮৭ (১০১) বলে এবং ম্যান অফ দি ম্যাচ হন । তার পর ইংল্যান্ড ব্যাটিং শুরু করলে জাসপ্রিত বুমরা মোহাম্মদ শামি কুলদ্বীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার বোলিং আক্রমণে। মাত্র ৩৪.৫ ওভারে ১২৯ রানে সকলে আউট হয়ে যান ।লিগে টেবিলে ভারত শীর্ষে ।