আজ অলিম্পিকে মেয়েদের ৭৫ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে খেলবেন ভারতের লাভ্লিনা বরগুহাইন । তার আগে হকি তে ভারত খেলবে ব্রিটেনের বিরুদ্ধে দুপুর ১টা ৩০ মিনিটে । দুপুর ৩ টা ৩০ মিনিটে লক্ষ্য সেন খেলবেন ব্যাডমিন্টন ডেনমার্কের ভিক্টরের বিরুদ্ধে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...