ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্টের খবর

ম্যাঞ্চেস্টারে ২৩ জুলাই থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাহ ও ঋষভ পন্থকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় টেস্টে ২২ রানে হারার পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারতীয় দল এই দুই তারকার দিকে তাকিয়ে আছে।

বুমরাহর চতুর্থ টেস্টে খেলা নিয়ে জল্পনা

স্কাই স্পোর্টসের একটি প্রতিবেদন অনুযায়ী, জসপ্রীত বুমরাহ চতুর্থ টেস্ট খেলার জন্য প্রস্তুত। এর আগে শোনা গিয়েছিল, ওয়ার্কলোডের কারণে বুমরাহ ইংল্যান্ড সিরিজে তিনটি টেস্ট খেলবেন। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে তিনি খেলেননি। ফলে তাঁর চতুর্থ টেস্টে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

বুমরাহ প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। লর্ডস টেস্টে তিনি প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ৭টি উইকেট পান। দুটি টেস্ট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১২। টিম ম্যানেজমেন্ট তাঁকে চতুর্থ টেস্টে খেলাতে চাইছে।

পন্থের ফিটনেস নিয়ে সুখবর

চতুর্থ টেস্ট খেলার জন্য ঋষভ পন্থও ফিট হয়ে উঠেছেন। অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন যে পন্থ ম্যাঞ্চেস্টার টেস্টে দলে থাকবেন। তাঁর কথায়, “ঋষভের স্ক্যান করানো হয়েছে। কোনও বড় আঘাত নেই। তাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে আশা করি ও খেলবে।”

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে কিপিং করার সময় পন্থের আঙুলে চোট লাগে। এরপর তিনি আর কিপিং করতে পারেননি। তাঁর জায়গায় কিপিং করেন ধ্রুব জুড়েল, যিনি ২৫ রান বাই দেন। ভারত ২২ রানে হেরে যায়। পন্থের ফিট হয়ে ওঠায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা স্বস্তি পাবেন।

গুরুত্বপূর্ণ কিছু বিষয়

  • ভারত তৃতীয় টেস্টে ২২ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে।
  • ম্যাঞ্চেস্টারে ঘুরে দাঁড়ানোর জন্য বুমরাহ ও পন্থের খেলা খুব জরুরি।
  • টিম ইন্ডিয়া এই দুই তারকা ক্রিকেটারকে নিয়েই চতুর্থ টেস্টের দল সাজাতে পারে।

বুমরাহ ও পন্থের চতুর্থ টেস্টে খেলার সম্ভাবনা ভারতীয় দলের জন্য একটি ইতিবাচক দিক। এই দুই খেলোয়াড়ের অন্তর্ভুক্তি দলের শক্তি বৃদ্ধি করবে এবং সিরিজে সমতা ফেরানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।