ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১১ রানে পিছিয়ে ছিল ভারত ।অবিশ্বাস্য ভাবে প্রত্যাবর্তন করলো ভারত । তারা ৪ উইকেটে করলো ৪২৫ রান । নিশ্চিত হার রক্ষা করেন ভারতের চার ব্যাটসম্যান রাহুল ৯০,গিল ১০৩ রান ওয়াশিংটন অপরাজিত ১০১ এবং জাদেজা ১০৭*। এক সময় হারের দুঃস্বপ্ন দেখা ভারত এই চার ব্যাটসম্যানের উপর ভর করে ম্যাচ টি ড্র করলো । জাদেজা এবং ওয়াসিংটনের জুটি তে রান উঠলো ২০৩ এবং রাহুল শুভমানের জুটিতে রান উঠলো ১৮৮। পরের ম্যাচ টি ওভালে ।