নিউ জিল্যান্ড সূত্রে জানা যাচ্ছে পুনের ঘূর্ণি পিচে স্পিনে ভারতের মোকাবিলা করতে চার স্পিনারের দল গড়বেন তারা ।আজাজ প্যাটেল ,মিচেল সান্টনার ,ইশ সোধি ।প্রথম দুই জন বা হাতি স্পিনার ও শেষ জন লেগ স্পিনার ।টিম সাউদি অথবা অর্কের জায়গায় সান্টনার কে খেলানোর ভাবনা আছে ।রাচীন ও গ্লেন ফিলিপ্স তাদের মধ্যে যেই কোনো এক জন খেলবে ।