ভারত জিম্বাবোয়ে কে হারালো দ্বিতীয় টি ২০ তে ১০০ রানে

জিম্বাবোয়ে তে প্রথম টি ২০ হারের পরেও মানসিক ভাবে হেরে যায়নি ভারত গতকাল ভারত প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ের মাঠিতে ,২০ ওভারে ২৩৪ রান ২ উইকেট হারিয়ে । ৪৭ বলে ১০০ করেন অভিষেক এবং ঋতুরাজ করেন ৭৭ নট আউট ।জবাবে জিম্বাবোয়ে ১৩৪ রান তোলে । অভিষেক শর্মা ম্যান অফ দি ম্যাচ হন ।