খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে একবারও জিততে পারেনি পাকিস্তান। সেই রেকর্ড অক্ষুন্ন রাখার লক্ষ্য সামনে রেখে ম্যাঞ্চেস্টারে পৌঁছেছে ভারতীয় দল। অন্যদিকে পাক শিবিরও মরিয়া থাকবে রেকর্ড বদলাতে। স্বভাবতই এই ম্যাচ ঘিরে দুই শিবিরেই উত্তেজনা তুঙ্গে। তবে ক্রিকেটপ্রেমীদের গনগনে উন্মাদনায় জল ঢেলে দিতে পারে ‘বেরসিক’ বৃষ্টি। ইংল্যান্ডের সংবাদমাধ্যম অন্তত তেমন উদ্বেগেরই পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, রবিবার সারা দিনই আকাশ মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামার আশঙ্কাও বাড়বে। বিবিসি’র আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাঞ্চেস্টারে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুরের দিকে তা থামলেও বিকেল ৩টা থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ খেপে খেপে বিঘ্নিত হওয়ার পাশাপাশি শেষ পর্যন্ত ভেস্তে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার ফুরসত পেলে কম ওভারের ম্যাচেও লড়াইয়ের মীমাংসা হতে পারে।